অনলাইন ডেস্ক :
ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার বাঁজামাঁ মঁদির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ এনেছে চেশায়ার কনস্টাবুলারি। যদিও বিষয়টি তদন্তের অপেক্ষায় রয়েছে; তবে মঁদি এই ঘটনায় অভিযুক্ত হওয়ায় বৃহস্পতিবার তাকে বহিষ্কার করেছে প্রিমিয়ার লিগের দলটি। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ বছর বয়সী এই ফুটবলারকে (পুলিশি) হেফাজতে পাঠানো হয়েছে এবং শুক্রবার তাকে চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। চেশায়ার কনস্টাবুলারি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগগুলো ১৬ বছরের বেশি বয়সী তিনজন অভিযোগকারীর সাথে সম্পর্কিত এবং অভিযোগুলো করা হয়েছে অক্টোবর ২০২০ এবং আগস্ট ২০২১ এর মধ্যকার সময়ে ঘটনার প্রেক্ষিতে। আলাদা বিবৃতিতে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা জানিয়েছে, বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন এবং প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত তারা আর মন্তব্য করবে না। ফ্রান্সের হয়ে ১০ ম্যাচ খেলা মঁদি ২০১৮ সালে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে মোনাকো থেকে রেকর্ড ৫ কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে যোগ দেন পেপ গুয়ার্দিওলার সিটিতে। সে সময় মঁদিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। এরপর থেকে ম্যানচেস্টারের দলটির হয়ে এই লেফট ব্যাক জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর