নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তান এলাকার গোলচত্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী ট্রাকের ধাক্কায় বুধবার নটরডেম কলেজের এক ছাত্র নিহত হয়েছে।
নিহত নাইম হাসান (১৭) লক্ষ্মীপুর জেলার শাহ আলম দেওয়ানের ছেলে ও কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে নাঈম ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক তাকে ধাক্কা দেয়, এতে তিনি আহত হন। পরবর্তীতে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গাড়িটি জব্দ ও ট্রাক চালককে আটক করেছে।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন