নিজস্ব প্রতিবেদক
ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়।
বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছে। এর আগে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ
রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৭ শিশু শিক্ষার্থী নিহত, আহত ২০