অনলাইন ডেস্ক :
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তাসকিন আহমেদের অসাধারণে বোলিংয়ে হোবার্টে আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসকে সুযোগ দেয়নি সাকিববাহিনী। আগামী বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) সিডনিতে পা রেখেছে সাকিবরা। সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচটি গড়িয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। স্বাগতিক অস্ট্রেলিয়াকে এই মাঠে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। এবার সেই মাঠেই প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) অবশ্য অনুশীলনের কোনো সেশন ছিল না বাংলাদেশ দলের। সিডনিতে পৌঁছে যে যার মতো ঘুরে বেড়িয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটার বিখ্যাত সিডনি অপেরা হাউজ ঘুরে দেখেছেন। সিডনি অপেরা হাউস কেবল সিডনি শহরের নয়, পুরো অস্ট্রেলিয়ার প্রতীক হিসেবে বিশ্বে পরিচিত। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরের এ অপেরা হাউস পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লিটন দাস অপেরা হাউজের সামনে ছবি তুলে সেটি ফেসবুকে পোস্ট করেছেন। লিটনের সঙ্গে একই ফ্রেমে আছেন মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী। লিটন ক্যাপশন করেছেন, ‘গুড ভাইভস।’ ১৫ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়হীন বাংলাদেশ ডাচদের হারিয়ে খরা কাটিয়েছে। এমন কিছু অর্জনের পর ভালো অবস্থানে থাকাটাই স্বাভাবিক। লিটন হয়তো এটাই বোঝাতে চেয়েছেন। একই ছবি পোস্ট করে মোসাদ্দেক ক্যাপশন করেছেন, ‘অফ ডে’। জার্নির ধকল সামলে নিজেদের প্রস্তুত করতেই বিরতি দেওয়া হয়েছে। আজ বুধবার একবেলা অনুশীলন করে বৃহস্পতিবার বাংলাদেশ দল মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ দিয়েই মূলত ‘আসল’ পরীক্ষা শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। যদিও প্রোটিয়াদের বিপক্ষে সাফল্যহীন বাংলাদেশ। এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলে সবকটি হেরেছে বাংলাদেশ। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। সিডনিতে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ সাকিবদের সামনে।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম