January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 12th, 2022, 8:01 pm

সিডনির ভল্টে রানির ‘গোপন’ চিঠি, খোলা হবে আরও ৬৩ বছর পর

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার সিডনিবাসীর উদ্দেশে ৩৬ বছর আগে একটি চিঠি লিখেছিলেন সদ্যপ্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে নগরবাসীর জন্য রানির বার্তা কী ছিল সেটি তিনি ছাড়া জানা নেই কারও, জানতে হলে অপেক্ষা করতে হবে আরও ৬৩ বছর।কারণ রানির নির্দেশ চিঠিটি খোলা যাবে ২০৮৫ সালে। আর গোপন ওই চিঠিটি খুলতে পারবেন শুধুমাত্র ওই সময়ে সিডনির মেয়র হিসেবে যিনি দায়িত্বে থাকবেন তিনি। এ ছাড়া আর কেউ ওই চিঠিতে হাত দিতে পারবেন না। গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। এই মৃত্যুর মধ্য দিয়ে তাঁর ৭০ বছরের রাজত্বের অবসান হয়। আর এরপর থেকেই রানি এলিজাবেথ সম্পর্কে প্রকাশ পাচ্ছে অজানা বহু তথ্য ও ঘটনা। রানির গোপন চিঠির এই তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংসবাদমাধ্যম সেভেন নিউজ ও ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস। রানি এলিজাবেথ ১৯৮৬ সালের নভেম্বরে ওই চিঠিটি লেখা শেষ করেন। সিডনিবাসীর উদ্দেশে লেখা রানির চিঠি সেই সময় থেকেই শহরটির ঐতিহাসিক ভবন কুইন ভিক্টোরিয়ার একটি ভল্টের ভেতরে সংরক্ষিত আছে। এর আগে সিডনির কুইন ভিক্টোরিয়া ভবনটি সংস্কার করা হয়। এলিজাবেথের প্রপিতামহী রানি ভিক্টোরিয়া নামে নামকরণ করা ‘কুইন ভিক্টোরিয়া বিল্ডিং’ উদ্বোধন করা হয়েছিল ১৮৯৮ সালে। রানির ব্যক্তিগত কর্মকর্তারাও ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না। শুধু জানা গেছে চিঠিটি খোলার নির্দেশনামার বক্তব্য। রানি এলিজাবেথের স্বাক্ষরিত নির্দেশনামায় সিডনির মেয়রকে সম্বোধন করে বলা হয়েছে, ‘২০৮৫ সালের একটি উপযুক্ত দিন বেছে নিয়ে দয়া করে এই খামটি খুলবেন এবং সিডনির নাগরিকদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন।’ ব্রিটেনসহ মোট ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন রানি এলিজাবেথ, অস্ট্রেলিয়া এর মধ্যে একটি। ১৯৫৩ সালে সিংহাসনে আরোহণের মাত্র দুবছরের পরই ২৭ বছর বয়সে তিনি প্রথমবার আস্ট্রেলিয়া সফরে যান। ধারণা করা হয় সে সময় সিডনির প্রায় ১০ লাখ মানুষ রানিকে দেখতে এসেছিল।