January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 28th, 2021, 12:52 pm

সিনহা হত্যা মামলায় চতুর্থ দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক :

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চতুর্থ দফার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ১৫ নম্বর সাক্ষীর মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ঘটনার দিন সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী ও ২ নম্বর সাক্ষী সাহেদুল সিফাত সাক্ষ্য দেন। পরে দ্বিতীয় দফায় চার দিনে চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তৃতীয় দফায় তিন দিনে আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় ১৫ নম্বর সাক্ষীসহ আরও ৬৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে।