বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠেছে সিনিয়র ডিভিশন (প্রথম বিভাগ) ফুটবল লিগ ২০২৫–২৬-এর। উদ্বোধনী ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রতিপক্ষ নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মৌসুমের প্রথম তিন পয়েন্ট অর্জন করে দলটি।
১৫ নভেম্বর শুরু হয়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে ৬০ দিনব্যাপী এই লিগ। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৭টি দল। একমাত্র কমলাপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে সবগুলো ১৩৬টি ম্যাচ। ১৭ রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো—নোবেল স্পোর্টিং ক্লাব, ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, ফ্রেন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদা, টি অ্যান্ড টি মতিঝিল, যাত্রাবাড়ী ক্রীড়াচক্র, আরামবাগ ফুটবল একাডেমী, বাড্ডা জাগরণী সংসদ, সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব, মহাখালী একাদশ, বাসাবো তরুণ সংঘ, বাংলাদেশ বয়েজ ক্লাব, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব, নবাবপুর ক্রীড়াচক্র ও ইস্ট এন্ড ক্লাব।

লিগ কমিটি জানিয়েছে, এবারের মৌসুমে চ্যাম্পিয়ন দলকে দুই লক্ষ টাকা এবং রানার-আপ দলকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ফেয়ার প্লে পুরস্কার হিসেবে থাকছে ২৫ হাজার টাকা। পাশাপাশি ফিক্সিং প্রতিরোধে কঠোর নজরদারি ও রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে নোফেল স্পোর্টিং ক্লাব। ম্যাচের ২১ মিনিটে দলের নূর উদ্দিন সজলের অনবদ্য গোলেই এগিয়ে যায় নোফেল। তবে ৪২ মিনিটে ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মোঃ রাহাত শেখ মিলিয়ে দেন ব্যবধান। সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণও ধীরে ধীরে নিজেদের হাতে নেয় ঢাকা ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থাকে ঢাকা ইউনাইটেড। ম্যাচের ৮২ মিনিটে দলের ১৫ নম্বর জার্সিধারী মোহাম্মদ আল কাফির সুন্দর ফিনিশিংয়ে লিড পায় দলটি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের এই জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা থাকায় ম্যাচে মোট ৬টি হলুদ কার্ড দেখাতে হয় রেফারি এস এম জুনায়েদ শরিফকে। ম্যাচসেরা নির্বাচিত হন ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের গোলদাতা মোঃ রাহাত শেখ।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি জনাব তাবিথ আউয়াল, সহ-সভাপতি ফাহাদ করিম, মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহম্মেদ আরেফ, কমিটির সদস্য মোঃ আরিফুল ইসলাম, মোবারক হোসেন, মোহাম্মদ ইয়াকুব আলী এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার’সহ বাফুফের অন্যান্য কর্মকর্তা।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফিফার অফিসিয়াল পোস্টে ‘উড়ন্ত হামজা’র বাইসাইকেল গোল
আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারালো বাংলাদেশ
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন