স্পোর্টস ডেস্ক:
সিনিয়র ডিভিশন (প্রথম বিভাগ) ফুটবল লিগ ২০২৫–২৬ এর তৃতীয় দিনের শেষ ম্যাচে দুর্দান্ত শুরু করেছে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ বয়েজ ক্লাবকে ২–০ গোলে পরাজিত করে লিগে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারুণ্যনির্ভর এই দল।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিরক্ষার লড়াইয়ে মনোযোগী ছিল। মাঝমাঠে বল দখলের লড়াই, দুই প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা—সব মিলিয়ে ম্যাচের প্রথমার্ধ ছিল উত্তেজনাপূর্ণ। তবে আক্রমণ থাকলেও গোলের দেখা মিলছিল না কোনো দলের। খেলার ১৯ মিনিটে অবৈধ ট্যাকেলের কারণে বাংলাদেশ বয়েজের ত্রিপুরাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। এরপরও সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয় উভয় দল। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতিতে নিজেদের ভুল-ত্রুটি বিশ্লেষণ করে নতুন কৌশল সাজিয়ে মাঠে নামে সাধারণ বীমা কর্পোরেশন। আক্রমণের চাপ বাড়াতে গিয়ে অতিরিক্ত ট্যাকলিংয়ের কারণে দলের দুই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হয়। তবে আক্রমণের ধার ধরে রাখে দলটি। ধীরে ধীরে রক্ষণভাগ ভেদ করে গোলের সুযোগ তৈরি করে সাধারণ বীমা।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে ম্যাচের ৭২ মিনিটে। বাম প্রান্ত থেকে করা দারুণ পাসে ডি-বক্সে বল পেয়ে স্ট্রাইকার মিজান ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন। গোলের সঙ্গে সঙ্গে সাধারণ বীমার ডাগআউটে শুরু হয় উচ্ছ্বাসের ঢেউ। গোল খাওয়ার পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ বয়েজ, তবে ক্ষণিকের জন্য লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
গোল উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সাধারণ বীমা। দলের আক্রমণভাগের ভরসা সবুজ শেখ ডান দিক থেকে আসা বল গোলরক্ষকের নাগালের বাইরে পাঠিয়ে স্কোরলাইন ২–০ করেন। এই গোলে কার্যত খেলা থেকে ছিটকে যায় বাংলাদেশ বয়েজ ক্লাব। শেষ মুহূর্তে কিছু আক্রমণ করলেও ফিরতে পারেনি তারা।
শেষ পর্যন্ত ২–০ গোলের দাপুটে ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচেই শক্তিশালী শুরু করে লিগে নিজেদের উপস্থিতি জানান দিল দলটি।
ম্যাচসেরা নির্বাচিত হন গোলদাতা ও গোল নির্মাতা হিসেবে দারুণ পারফরম করা সাধারণ বীমার সবুজ শেখ।

আরও পড়ুন
উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ২০২৫–২৬ শুরু উদ্বোধনী ম্যাচে ঢাকা ইউনাইটেডের জয়
ফিফার অফিসিয়াল পোস্টে ‘উড়ন্ত হামজা’র বাইসাইকেল গোল