January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 26th, 2022, 7:34 pm

সিনেমার ট্রেলারে ক্রিকেটার ইরফান

অনলাইন ডেস্ক :

দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার (২৬ আগষ্ট) মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার বিক্রমের উচ্চ-প্রত্যাশিত চলচ্চিত্র ‘কোবরা’র ট্রেলার। তাঁর অভিনীত ‘পুন্যিয়ান সেলভান’ এর টিজার মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। সেই অপেক্ষার রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেকটি বিগেস্ট চলচ্চিত্র ‘কোবরা’ র ট্রেইলার। অজয় জ্ঞানমুথু দ্বারা পরিচালিত, এই ট্রেলারে অভিনেতা বিক্রম কে বিভিন্ন রকম ছদ্মবেশে দেখা যাবে। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো ট্রেলারে কেজিএফ টু খ্যাত শ্রীনিধি শেঠি এবং ক্রিকেটার ইরফান পাঠানকেও দেখা গেছে। কোবরা ট্রেলারে রোমান্টিক এবং উগ্র চেহারার চিয়ান বিক্রমের লুক ভক্তদের দ্বারা দারুণ প্রশংসিত হয়েছে। ট্রেলারে চিয়ান বিক্রমের আশ্চর্যজনক অভিনয়ের নৈপুণ্যতা ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারের আরেকটি চমকপ্রদ উপাদান হলো প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের অসাধারণ পারফরম্যান্স, যিনি আসলান ইলমাজ নামে একজন তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। ট্রেলারের শুরুতে দেখা গেছে, চিয়ানকে উল্টো করে বেঁধে অত্যাচার করা হচ্ছে এবং তিনি শেষে যে, অশুভ অট্টহাসিতে ভেঙে পড়েছেন। আর এই ছবির মাধ্যমেই অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করলেন, ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। এই অ্যাকশন-থ্রিলারটি প্রযোজনা করেছে সেভেন স্ক্রিন স্টুডিও। কোবরা তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম এই তিনি ভাষায়, আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে।