February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 31st, 2025, 8:51 pm

সিভিল ইঞ্জিনিয়ারস ক্যারিয়ার মিটআপ ২০২৫ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার ঢাকার আফতাবনগর খেলার মাঠে সিভিল ইঞ্জিনিয়ার্সদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরিটার্স অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লিয়াকত আলী ভুঁইয়া, আব্দুর রাজ্জাক, মোঃ আমিরুল ইসলাম খান, মেজর (অব.) মোঃ আলতামাস করিম, ইঞ্জিনিয়ার শহীদ হাসান লায়ন, ইঞ্জিনিয়ার বেনজির আহমদ।
মিলনমেলায় ন্যাশনাল পলিমার, ভিশন ৭১ ডেভেলপমেন্ট লিমিটেড, এভারকেয়ার স্কুল অ্যান্ড কলেজ, সাবিটা ট্রেডিং, ঢালাই স্পেশাল সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, স্টোন ব্রিকস, এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লি.সহ বিভিন্ন কোম্পানির স্টল দেখা যায়।

প্রধান অতিথি এরিটার্স অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া বলেন, ডিপ্লোম ও গ্র্যাজুয়েটর্স আমরা এক পরিবারের সদস্য। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তাদেরকে অনেক অনেক পড়াশুনা করতে হবে। নিজেকে কর্মক্ষেত্রে দক্ষ ও উপযুক্ত করে তুলতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে পারলে চাকরি আপনার পিছনে ঘুরবে। তিনি বিল্ডিং নির্মাণে আধুনিক প্রযুক্তির সাথে মিস্ত্রীদের ট্রেনিংয়ের মাধ্যমে যোগ্য করে তুলতে বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন, রিহাবের সহ সভাপতি (ফিন্যান্স), আরমা গ্রæপের চেয়ারম্যান আব্দর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান, মেজর (অব.) মোঃ আলতামাস করিম, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার বেনজির আহমেদ, ইঞ্জিনিয়ার রিয়াদ মাহমদ প্রমখ।