সিরাজগঞ্জে এক কলেজ শিক্ষককে নিজ বাসার পাশে গলা কেটে মৃত ভেবে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম শফিকুল ইসলাম (৫৮)। তিনি উপজেলার জামতৈল কলেজপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে নিজ বাড়ির দেয়ালের পেছনে পুকুর পাড়ে ময়লা ফেলতে যান কলেজ শিক্ষক শফিকুল ইসলাম। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে গলা কেটে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে অস্ত্রোপচারের পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
ওসি আরও বলেন, আহত কলেজ শিক্ষকের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে সম্ভবত এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে ঘটনা তদন্তের পর বিস্তারিত জানা যাবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা