সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামে গুলনাহার পারভীন মিনু নামের এক গৃহবধূকে মাথার চুল ও ভ্রু কেটে নির্যাতনের ঘটনায় স্বামী, দেবর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে গৃহবধূ মিনুর স্বামী মেহেদি হাসান সুজন (৪৩), দেবর মো. সুমন (৩৫) ও শাশুড়ি মোছা. ময়না (৫৫)।
র্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় মঙ্গলবার ভোরে র্যাব-১২ ও র্যাব-৪’র যৌথ অভিযানে এ মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর গাজীপুর থেকে মিনুকে তার স্বামী গ্রামের বাড়ি শাহজাদপুরের খাস সাতবাড়িয়ায় বেড়াতে নিয়ে আসে এবং ১৫ ডিসেম্বর শারীরিকভাবে নির্যাতন করে মাথার চুল ও ভ্রু কেটে দেয়। ঘটনাটি জানাজানির পর রবিবার সকালে মিনুকে শাহজাদপুর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ ডিসেম্বর থানায় মামলা করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ