January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 8th, 2022, 8:52 pm

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে ভারতীয় মেডিকেল ছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।

নিহত খুশবু মানজুর (২১) ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ কাতুবিজবিহারা এলাকার মানজুর আহম্মেদ কারাইয়ের মেয়ে এবং সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দিনের শিক্ষা সফরে শাহজাদপুরে যান এবং বেসরকারি সংস্থা পিপিডির আবাসিক হোটেল ভাড়া করার পর তারা ঘুরতে বের হন।

ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে হোটেলে পৌঁছে খাওয়ার পর ওই শিক্ষার্থী ছাদে ওঠলে সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা বলেন, হোটেলের ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীকে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।

তবে ওই শিক্ষার্থী পড়ে গিয়েছে নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা জানাতে পারেননি তিনি।

—-ইউএনবি