সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে এক তরুণের অর্ধগলিত গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পাবনা জেলার সাঁথিয়া থানার পুলিশ। বুধবার পৌর এলাকার মাহমুদপুর রেলকলোনী মহল্লা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম আল আমিন (১৭)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর আমতলা রেলকলোনী মহল্লার মো. সুরুজ্জামানের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আল-আমিন ট্রাক চালক হওয়ার জন্য কয়েকদিন আগে তার প্রতিবেশি এক চালকের হেলপার হিসেবে যোগ দেয়। গত শনিবার নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকা থেকে কাঁচামাল নিয়ে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই মিলে আসার পথে ট্রাকের হেলপার আল-আমিন ট্টাকসহ নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য যোগাযোগ করলেও তা করা হয়নি।
তিনি আরও জানান, বুধবার পাবনার সাঁথিয়া উপজেলা এলাকা থেকে সাঁথিয়া থানার পুলিশ ওই ট্রাক থেকে আল-আমিনের অর্ধগলিত গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, এ ব্যাপারে কামারখন্দ থানায় মামলার প্রস্তুতি চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ