January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 5th, 2024, 7:47 pm

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকসহ নিহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপজেলায় বজ্রপাতে এক কৃষকসহ ৩ জন নিহত এবং ২ শিশু আহত হয়েছে।

নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নালের ছেলে কৃষক আব্দুস সালাম (৩৭), চৌহালী উপজেলার বেতিল চরের তারা মিযার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, মঙ্গলবার বিকালে খেত থেকে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুস সালাম।

এদিকে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার বিকালে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বেতিল চরের মাঠের মধ্যে এলাকার শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্করা ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ২ শিশু, ১ কিশোরসহ ৪ জনের শরীর ঝলসে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১ কিশোরসহ ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসানকে (৮) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

—–ইউএনবি