সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্যানুসারে জেলায় মোট ২৫৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে শঙ্কিত জেলার চিকিৎসক ও সুশীল সমাজ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জে এইচআইভি পরীক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম বছর ৪ জন, ২০২১ সালে ৮ জন এবং ২০২২ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১ জনে। পরবর্তী দুই বছর (২০২৩ ও ২০২৪) তুলনামূলক স্থিতিশীল থাকলেও এ বছর আক্রান্তের হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের কাউন্সেলর মাসুদ রানা জানান, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ ইনজেকশনজাত নেশা দ্রব্যের মাধ্যমেই ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। আক্রান্তদের বিনামূল্যে ওষুধ, চিকিৎসা ও নিয়মিত কাউন্সেলিং দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “এ পর্যন্ত শনাক্ত হওয়া ২৫৫ জনের মধ্যে ১৮৭ জন মাদকসেবী, ৩৫ জন সাধারণ মানুষ, ২৯ জন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ৪ জন যৌনকর্মী। একবার টেস্টে ফলাফল পজিটিভ এলে আমরা পুনরায় রি-টেস্ট করি এবং নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করি।
তার তথ্যানুসারে, চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন, বাকিরা নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ করে ভালো আছেন।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যেই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারের প্রবণতা বেশি। একই সিরিঞ্জ শেয়ার করার কারণে রক্তের মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে শনাক্ত রোগীদের সিংহভাগই মাদকসেবী। তিনি আরও জানান, “আমরা আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিকভাবে দৃঢ় রাখতে কাউন্সেলিং করছি। তবে ইনজেকশনজাত মাদক ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ ইনজেকশনজাত নেশা দ্রব্যের বেচাকেনা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দুই বছরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১,৯০০ অ্যাম্পুল ইনজেকশন ড্রাগ জব্দ করা হয়েছে। তিনি জানান, এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার