সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-ঈশ্বরদী রেললাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিকাল থেকে দেশের পশ্চিম, উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুপুর ২টার দিকে ঈশ্বরদী থেকে আসা মালবাহী ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশনে লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, পাকশি থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুটি লাইনচ্যুত বগি সরানোর চেষ্টা করছে।
রেলওয়ে কর্মকর্তা আরও বলেন, বিকাল ৪টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন