January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 21st, 2023, 7:38 pm

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে নানী ও নাতনি নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বর্জাপুর গ্রামের নানী সামিরুন খাতুন (৩৫) এবং তার নাতনি রোকেয়া খাতুন (৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটিকুমরুল থেকে একটি প্রাইভেটকার নাটোর যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিকাল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নানী ও তার নাতনিসহ অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হন।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নানী ও নাতনির মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত অপর ২ যাত্রী চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি