July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 30th, 2025, 4:37 pm

সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত ও হেনরীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. হাবিব মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার হেনরীসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লায় আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং একটি মিথ্যা মামলায় আদালতে পাঠানো হয়। রাজনৈতিক চাপ এবং ভয়ের কারণে ঘটনার সময় মামলা দায়ের করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ আরও অনেকে।