সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সড়কের রায়গঞ্জ উপজেলার হাসিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার নওদা ফুলকোঁচা গ্রামের মৃত গোপীনাথ হালদারের ছেলে মানিক হালদার (৫০) ও টাঙ্গাইল জেলা সদরের কাঠুরিয়া গ্রামের মৃত নব কিশোর সরকারের ছেলে দীনেশ সরকার (৪৫)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ীরা ব্যাটারিচালিত একটি ইজিবাইকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে রায়গঞ্জ উপজেলার হাসিল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়। এতে দুই মাছ ব্যবসায়ী নিহত ও আরও তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক আছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন