সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
তারা হলেন- সলঙ্গা থানার চরফরিদপুর গ্রামের মৃত হাবিবুর রহমান আকন্দের ছেলে মো. আল মাহমুদ আকন্দ (৪৫), তার স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (৪০) ও ছেলে মো. আব্দুল বারী আকন্দ (২২)।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সলঙ্গা থানায় দায়ের করা হয়েছে। মামলা নং-২৬। গ্রেপ্তার আসামিদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
–ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন