সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
তারা হলেন- সলঙ্গা থানার চরফরিদপুর গ্রামের মৃত হাবিবুর রহমান আকন্দের ছেলে মো. আল মাহমুদ আকন্দ (৪৫), তার স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (৪০) ও ছেলে মো. আব্দুল বারী আকন্দ (২২)।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সলঙ্গা থানায় দায়ের করা হয়েছে। মামলা নং-২৬। গ্রেপ্তার আসামিদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়