সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ষোল মাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তার মো. আবু সাঈদ (৩৮) বগুড়া জেলার শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।
সোমবার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানি কমান্ডার জানান, আবু সাঈদ মাদক আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেপ্তার আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫