January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 17th, 2024, 8:13 pm

সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজা জব্দ, ২ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজা জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, নগদ ৬০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) ভোর পৌণে ৬ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ২ জন হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন ও একই জেলার বাঙ্গরা বাজার উপজেলার রাজা চাবিতলা গ্রামের মো. ইসমত।

র‌্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলা চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২১৬ কেজি গাঁজা জব্দসহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, নগদ ৬০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে ২টি করে মাদক মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

—–ইউএনবি