সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) – ১২ এর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উলোবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হারুয়াবাড়ি গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের ছেলে মো. উজ্জল হোসেন (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মো. মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মো. মারুফ হোসেন র্যাব-১২ এর অধিনায়কের দিক-নির্দেশনায় ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বুধবার দুপুর পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২৩ হাজার ৬২২ টাকা, ২টি মোবাইলসহ ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫