December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 3rd, 2024, 8:04 pm

সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক:

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাট-বল উভয়ক্ষেত্রেই নিগার সুলতানা জ্যোতির দল দুর্দান্ত পারফর্ম করেছে। তারই সুসংবাদ মিলেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন স্পিনার নাহিদা আক্তার। এ ছাড়া অধিনায়ক জ্যোতি, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি ও ফাহিমা খাতুনরাও বড় লাফ দিয়েছেন।

আজ (মঙ্গলবার) বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি নারী ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশি বোলারদের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠেছেন নাহিদা। ওয়ানডে বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে তিনি সপ্তম স্থানে উন্নীত হয়েছেন। গত মার্চে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সেরা দশে ঢুকেছিলেন নাহিদ। এবার বাঁ-হাতি এই স্পিনার পৌঁছালেন ক্যারিয়ারসেরা অবস্থানে।

আয়ারল্যান্ডের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখানো সিরিজে ৩ ম্যাচে ৬টি উইকেট শিকার করেন নাহিদা। একইভাবে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়া সুলতানা খাতুন দিয়েছেন বড় লাফ। তিনিও ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছাতে ২৩ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন। সিরিজে কেবল এক উইকেট পেলেও রাবেয়া খাতুন এগিয়েছেন ৬ ধাপ (৪০তম)। এ ছাড়া লেগস্পিনার ফাহিমা ১০ ধাপ (৫৭তম) এবং মারুফা আক্তার ১৩ ধাপ (৭৩তম) এগিয়েছেন।

তবে মেয়েদের ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। এ ছাড়া দুই-তিনে যথাক্রমে অবস্থান ভারতের দীপ্তি শর্মা ও ইংল্যান্ডের ক্যাট ক্রুসের। অন্যদিকে, ওয়ানডে ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে আরেক ইংলিশ ন্যাট শাইভার-ব্রান্ট। দুই দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও তিনে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।

বোলিংয়ের মতো ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ। তিনটি ম্যাচেই ফিফটি করেছেন টাইগ্রেস ওপেনার ফারজানা পিংকি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৭২ রান করে ডানহাতি এই ব্যাটার এগোলেন ৬ ধাপ। তার ১৬তম অবস্থান বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন শারমিন সুপ্তা। সিরিজসেরা ব্যাটিংয়ে করেছেন ২১১ রান। ৪৩তম স্থান নিয়ে র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন এই টপ-অর্ডার ব্যাটার।

এ ছাড়া টাইগ্রেস অধিনায়ক জ্যোতি এগিয়েছেন ১১ ধাপ। সিরিজে ৮৬ রান করা এই ডানহাতি ব্যাটারের র‌্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান ২৮তম। আরেক টপ-অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি এগোলেন ১২ ধাপ, ৯২তম স্থানে আছেন তিনি।