October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 8:19 pm

সিরিয়ায় আসাদ পতনের পর প্রথম সংসদ নির্বাচন শুরু

ছবি: এপি

 

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। রোববার (৫ অক্টোবর) গণপরিষদের এই ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সিরিয়ার সুপ্রিম কমিটি ফর পিপলস অ্যাসেম্বলি ইলেকশনের প্রধান মোহাম্মদ আল-আহমাদ জানিয়েছেন, রাজধানী দামেস্কসহ কয়েকটি প্রদেশের বড় শহরে ভোটার উপস্থিতি বেড়েছে। তবে কিছু গ্রামীণ এলাকায় ইতোমধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে চলছে এবং জনগণ নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়ে গর্বিত।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নির্বাচন তদারকির অংশ হিসেবে দামেস্কের জাতীয় গ্রন্থাগার কেন্দ্রে পৌঁছান। এ সময় কূটনৈতিক মিশনের পর্যবেক্ষক ও কয়েকজন স্বীকৃত রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, পিপলস অ্যাসেম্বলির ২১০ আসনের জন্য ১ হাজার ৫৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে প্রায় ১৪ শতাংশ নারী। এর মধ্যে এক-তৃতীয়াংশ আসনের প্রতিনিধি সরাসরি প্রেসিডেন্ট মনোনীত করবেন, আর বাকি দুই-তৃতীয়াংশ প্রতিটি জেলার নির্বাচনী সংস্থার মাধ্যমে বাছাই হবে।

নির্বাচনী কমিটির মুখপাত্র নাওয়ার নাজমা জানিয়েছেন, প্রাথমিকভাবে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও প্রয়োজনে বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো যেতে পারে। তিনি আরও জানান, সোমবার বা মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে আসাদ রাশিয়ায় পালিয়ে গেলে প্রায় ২৫ বছর ধরে চলা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। এর পর জানুয়ারিতে আহমেদ আল-শারার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এনএনবাংলা/