December 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 13th, 2021, 2:28 pm

সিরিয়ার আফরিনে কামানের গোলায় নিহত ১৩

অনলাইন ডেস্ক :

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে পৃথক দুটি গোলাবর্ষণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শহরটির দমকল বাহিনী জানিয়েছে, প্রথম হামলাটি আবাসিক এলাকায় হয়েছে, এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিও ফুটেজে আফরিনের আল শিফা হাসপাতালে হতাহতদের দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনেও নিহতের সংখ্যা ১৩ ও আহত ২৭ জন বলে জানানো হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী, সিরিয়ার কুর্দিদের ওয়াইপিজি মিলিশিয়া বাহিনী ক্ষেপণাস্ত্র লঞ্চার দিয়ে ভবনটিতে আঘাত হেনেছে, আল শিফা হাসপাতালের সূত্রগুলো এমন অভিযোগ করেছে বলে আফরিনে অবস্থানরত তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন।