September 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 5th, 2025, 2:40 pm

সিলেটের গোয়াইনঘাট থেকে আটক  শুটার রিয়াজ রূপগঞ্জ থানায় হস্তান্তর

সিলেট অফিস :

সিলেটের গোয়াইনঘাট থেকে আটক হওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত আসামি শুটার রিয়াজকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল গোয়াইনঘাট থানায় এসে তাকে নিজেদের জিম্মায় নেয় এবং সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। আটক রিয়াজের সঙ্গে থাকা তার দুই শিশু সন্তানকে সকালে তাদের মায়ের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম। তিনি জানান, রূপগঞ্জ থানায় একটি মামলা তদন্তাধীন থাকায় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হেফাজতে নিয়েছেন।

শুটার রিয়াজের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক ও বিস্ফোরক মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। পুলিশের নথি অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও থানায় গত কয়েক বছরে দণ্ডবিধি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে তার নামে।

এসব মামলার মধ্যে রয়েছে—২০১৮ সালের হত্যাচেষ্টা মামলা, ২০২১ সালের অস্ত্র ও মাদক মামলা, ২০২২ সালের বিস্ফোরক ও অস্ত্র মামলা এবং ২০২৫ সালের সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া একাধিক মামলা। পুলিশ জানায়, রিয়াজ একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কখনও ‘রিয়াজ’, কখনও ‘শওকত আলী রিয়াজ’, আবার কখনও ‘শুটার রিয়াজ’ নামে পরিচয় দিলেও সব মামলার মূল আসামি একই ব্যক্তি।

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া ২২টি

মামলার মধ্যে রয়েছে—অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজির ২টি, ডাকাতির ১টি এবং মারামারির ঘটনায় ৯টি মামলা।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গোয়াইনঘাটে জনতার হাতে ধরা পড়েন শুটার রিয়াজ। পরে তাকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।