January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 7:13 pm

সিলেটের লালবাজারে বিক্রির জন্য তোলা হয় ১০০ কেজির বাগাড়

সিলেট নগরীর লালবাজারে বি‌ক্রির জন্য তোলা হয়েছে প্রায় ১০০ কে‌জি ওজনের একটি বাগাড় মাছ। কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়ে মাছটি।

বুধবার (২২ মার্চ) সকালে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজির মূল্য ছিল দেড় হাজার থেকে দুই হাজার টাকা।

এদিকে বাজারে বড় আকারের বাগাড় মাছ আনার খবর শুনে উৎসুক জনতা ভিড় করেন। এ সময় অনেকে মোবাইল ফোনে মাছের ছবি তোলেন। আবার কেউ-কেউ মাছটি ছুঁয়েও দেখেছেন।

মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি হয়। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। প্রতি কেজির মূল্য দেড় থেকে দুই হাজার টাকা। তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চাননি এই মাছ বিক্রেতা।

এর আগে ১৪ মার্চ কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় জেলের জালে ১৬০ কেজির একটি বাগাড় মাছ ধরা পড়েছিল। সেটিও এই মাছ ব্যবসায়ীই কেটে বিক্রি করেন।

—-ইউএনবি