October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 6:20 pm

সিলেটে অবৈধ বালুবাহী ট্রাকে অভিযান চলাকালে পরিবহন শ্রমিকদের হামলা:  ৫ পুলিশ আহত

সিলেট অফিস:

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাকে অভিযান চলাকালে পরিবহন শ্রমিকদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার পার্শ্ববর্তী সড়কে চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, নিয়মিত কার্যক্রম হিসেবে,  ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে ট্রাক আটকে চেকপোস্ট পরিচালিত হচ্ছিলো।

এসময় একটি বালু বোঝাই ট্রাক আটক করলে পেছন থেকে বেশকিছু শ্রমিক এসে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে, স্থানীয় পরিবহন শ্রমিক নেতা মাহফুজের নেতৃত্বে পুলিশের ওপড় চড়াও হয় শ্রমিকরা।

এতে, ৫ পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে,  এ ঘটনায় কেউ গুরুতর আহত হন নি।

শ্রমিক নেতাদের অভিযোগ, চেকপোস্ট পরিচালনার সময় ট্রাক থেকে ঘুষ আদায় করছিলো পুলিশ।

ওসি জানান, হামলার ঘটমায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে, আগস্টে সাদা পাথর লুটের ঘটনার পর অবৈধ পাথর ও বালু বাহী ট্রাকের বিরুদ্ধে অভিযান জোরদার করে প্রশাসন।