September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 21st, 2025, 9:37 pm

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান অব্যাহত

সিলেট অফিস :

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে জনগণের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ২য় দিনের মতো অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২১ জুলাই) সিলেট নগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান শুরু করে বিআরটিএ। এসময় অভিযানে তারা রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

জানা যায়, সিলেটে দীর্ঘদিন ধরে অবৈধ অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও পুরনো ফিটনেসবিহীন মিনিবাস চলাচলের অভিযোগ ছিল। সম্প্রতি শুরু হওয়া অভিযানে রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেটের সড়ক-মহাসড়কে অভিযানে নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ সূত্র জানায়, সোমবার (২১ জুলাই) সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনব্যাপী অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ৯টি  মামলা হয়েছে ওই সময় বিভিন্ন খাতে জরিমানা আদায় করা হয়েছে ২৫ হাজার ৫শ’ টাকা এবং একটি হিউম্যান হুইলার গাড়ি ডাম্পিং করা হয়েছে। এদিকে রবিবার (২০ জুলাই) সিলেট নগরীর দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং এসময় মামলা দায়ের করা হয়েছে ১৩টি।

বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আব্দুর রশিদ বলেন, ‘সোমবার (২১ জুলাই) সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে জনগণের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ২য় দিনের মতো অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসময় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়। ওই অভিযানে বিআরটিএ সিলেট কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে ছিল।’

উল্লেখ্য, সিলেটে আনুমানিক আড়াই হাজার পুরোনো বাস-ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধলক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ’র কর্মকর্তারা।