January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 21st, 2021, 12:49 am

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯

জেলা প্রতিনিধি:

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অসামাজিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নয় তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছেন। বুধবার সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয় জনকে আটকের সময় হোটেলের মালিক ও ম্যানেজার কৌশলে পালিয়ে যান। তারা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতেন।
হোটেল মালিক ও ম্যানেজারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।