জেলা প্রতিনিধি:
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অসামাজিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নয় তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছেন। বুধবার সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয় জনকে আটকের সময় হোটেলের মালিক ও ম্যানেজার কৌশলে পালিয়ে যান। তারা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতেন।
হোটেল মালিক ও ম্যানেজারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রংপুরে বিনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ