এস এ শফি, সিলেট: সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকার সন্ত্রাসী ও ভূমি খেকো হিসেবে পরিচিত,
বিগত ফ্যাসিস্ট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে এ মোমেন এর ঘনিষ্ঠজন, মহিলা আওয়ামী লীগ নেত্রী হেলেন আহমদ এর স্বামী আওয়ামীলীগ নেতা মিসবাউল ইসলাম উরফে কয়েছ (৫০)-কে ১২ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মিসবাউল ইসলাম কয়েস সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধিন শরীফগঞ্জ, বসন্তপুর গ্রামের মৃত নিমার আলী ও মোছাম্মৎ হোসনে আরা বেগম এর ছেলে। সে বর্তমানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধিন বড়শলার ফরিদাবাদস্থ হোল্ডিং-২ এর আহমদ হাউজিং, ব্লক- ডি, রোড নং- ৪ এর বাসিন্দা।
এসএমপির কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ, এসআই (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সহ একদল পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন নগরীর জিন্দাবাজার এলাকায় বিশেষ অভিযান একাধিক মামলার এজহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিসবাউল ইসলাম উরফে কয়েছ গ্রেফতার করে। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, মাননীয় আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
জানা যায়, আসামী মিসবাউল ইসলাম উরফে কয়েছ ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-২০, তারিখ- ১২ ফেব্রুয়ারি-২০২৫; জি আর নং-৮৪, ২। এফআইআর নং-৩৪, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৪; জি আর নং-৪৭৩, ৩। এফআইআর নং-১০, তারিখ- ০৫ অক্টোবর-২০২৪; জি আর নং-৪৪৯, ৪। এফআইআর নং-৭, তারিখ- ০৪ সেপ্টেম্বর-২০২৪; জি আর নং-৪০৬, ৫। এফআইআর নং-৩৪, তারিখ- ২৮ আগস্ট-২০২৪; জি আর নং-৩৮৯, ৬। এফআইআর নং-২২, তারিখ- ২৩ আগস্ট-২০২৪; জি আর নং-৩৭৭, ৭। এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার এফআইআর নং-৩, তারিখ- ৭ নভেম্বর, ২০২৪; জি আর নং-১৮৮, দণ্ডবিধি-১৮৬০; তৎসহ ৩/৪ বিষ্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর এজাহারনামীয় আসামী।
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল