January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 4th, 2021, 6:42 pm

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেট নগরীর থেকে সাইদুল হক সাইদ নামে এক ছাত্রলীগ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৯।
সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‌্যাব।
গ্রেফতারকৃত সাইদুল হক সাইদ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার কাশিপুর গ্রামের মো. শফিক উল্লাহর ছেলে।
সাইদ বর্তমানে সিলেট নগরীর ফাজিল চিশত আবাসিক এলাকার ২৫/৪ নং রফিক চৌধুরীর বাড়িতে থাকেন।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে সাইদকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের গুলি ৮ রাউন্ড, শর্টগান কার্তুজ ৫ রাইন্ড, ২টি রাম দা ও ১টি বড় ছোরা উদ্ধার করে র‌্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম (পিএসসি, এএসসি), মেজর মাহফুজুর রহমান ও এএসপি সৌমেন মজুমদার।