December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 4th, 2021, 7:34 pm

সিলেটে আনসার-ভিডিপির নতুন রেঞ্জ: উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী

জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন রেঞ্জ উপ-মহাপরিচালক হিসেবে ৩০ জুন যোগদান করেছেন মোঃ নূরুল হাসান ফরিদী। এর আগে রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বরিশাল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রেঞ্জ উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী গোপালগঞ্জ জেলায় ১৯৬৭ সালে জন্মগ্রহন করেন। ১৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি এ বাহিনীর গুরুত্বপূর্ণ জেলা, ব্যাটালিয়ন, ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ পরিচালক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত রেঞ্জ পরিচালক এবং আনসার ও ভিডিপি সদর দপ্তরের পরিচালক ভিডিপি ও পরবর্তীতে পরিচালক ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভাবমূর্তি উজ্জল করেছেন।
রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।