January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 30th, 2023, 3:48 pm

সিলেটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৩ পালন করা হয়েছে।
এ উপলক্ষেরবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে”মানুষই মূখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ করুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার এনডিসি আবু আহমদ ছিদ্দীকী। তিনি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশসহ সমগ্র বিশ্বেই কমবেশি মাদকের অপব্যবহার পরিলক্ষিত হয়। মাদকের অপব্যবহার ও পাচাররোধে সম্মিলিত উদ্যোগ খুবই জরুরি। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পরিবার ও সমাজ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি, এটা কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন প্রয়োগকারী সকল সংস্থাকে তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে আমাদের সরকারের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত আছে। মাদক নির্মূল করার জন্য আইনের প্রয়োগের পাশাপাশি জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধারা অব্যাহত থাকলে মাদকের চাহিদা অচিরেই অনেকাংশে হ্রাস পাবে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সিলেট সিভিল সার্জন ডা. এস. এম. শাহরিয়ার।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সদস্য, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি। অনুষ্ঠান শেষে চারটি গ্রুপে ভাগ করা ১৮ জন ছাত্রছাত্রীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আলোচনা সভার শুরুতে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।