জেলা প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে ঘর থেকে ছেলে-মেয়েসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকাল ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন, হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম, ছেলে মিজান ও মেয়ে আনিছা। আহত অবস্থায় হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওযায় প্রতিবেশীরা তাদের ডাকতে যান। বসতঘরে তাদেরকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন । প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন