সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় শনিবার ভোররাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি শাখা রয়েছে। একই ভবনের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে রয়েছে ব্যাংকটির একটি এটিএম বুথ। শনিবার রাত ৪টার দিকে ডাকাত দলের সদস্যরা বুথের সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা নিয়ে যায়। ভোরে স্থানীয়রা গার্ডকে এ অবস্থায় দেখে থানায় খবর দেন।
তবে এই ব্যাপারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক আশরাফুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
—ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা