জেলা প্রতিনিধি, সিলেট :
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এপেক্স বাংলাদেশ এর জেলা ৪ এর ৩৭তম কনভেনশন ২০২২ শাকুরএপেক্স ৪ নভেম্বর শুক্রবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এপেক্স জেলা ৪ এর ডিজি এপেক্সিয়ান মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
তিনি তার বক্তৃতায় বলেন, এপেক্সিয়ানরা দেশের কল্যাণে কাজ করেন। জাতীয় দূুর্যোগ থেকে শুরু করে প্রতিটি সংকটময় মুহূর্তে জাতীয় ভাবে সেবা দানের মাধ্যমে এপেক্সিয়ানরা সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। তিনি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিষন বাস্তবায়নে সরকারের পাশাপাশি এপেক্সিয়ানদের কাজ করার আহবান জানান।
এপেক্স ক্লাব অব সিলেট আয়োজিত কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসসিসিআই প্রেসিডেন্ট তাহমিন আহমদ, এপেক্স জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মোঃ মাহমুদুল হক সাবু।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর পিএনপি এপেক্সিয়ান
এডভোকেট আব্দুল খালিক, পিএনপি ডাঃ জবিউল হোসেন, মোঃ খুরশেদ উল আলম অরুন,
এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার মোশাররফ হোসেন মিশু,এডভোকেট একেএম সামিউল আলম, আক্তার হোসেন খান, ডাঃ মুজিবুর রহমান।
কনভেনশনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনআইআরডি এপেক্সিয়ান এম বেলাল হোসেন, এনওয়াইসিডি এএফএম এনামুল হক মামুন,এনএসডি সুজিত কুমার সাহা সুব্রত,এনইডি হাবিবুর রহমান চৌধুরী, জেলা গভর্নর ১ কবির আহমদ, জেলা গভর্নর ২ পার্থ সারথি ভৌমিক, জেলা ৩ এর গভর্নর মোঃ জাকির হোসেন, জেলা গভর্নর ৮ এডভোকেট জাকির হোসেন তালুকদার, জেলা ৯ গভর্নর তাজুল ইসলাম, কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান
তাহেদুর রহমান,আইপিডিজি ৪ শাহেদুর রহমান, পিডিজি ৪ এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট মাসুম আহমদ, এডভোকেট মিসবাহুর রহমান আলম, আহমেদ জাকারিয়া, লাইফ মেম্বার এডভোকেট আতিকুর রহমান সাবু, আবদুল হান্নান, একেএম ফোজি চৌধুরী, উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট এমদাদ,তাজ উদ্দিন আহমদ, জাতীয় সচিব মির ফেরদৌস আলম সেলিম, জাতীয় কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান, জেলা ৪ সেক্রেটারি এমদাদুর রহমান।
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী