September 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 12th, 2025, 4:34 pm

সিলেটে এফবিসিসিআই’র নেতৃবৃন্দের সাথে কয়লা,পাথর ও ইট প্রস্তুুতকারক গ্রুপের মতবিনিময়

সিলেট অফিস :

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক প্রথম সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর দরগাহবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে মতবিনিময়ে অংশ নেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ, সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক গ্রুপ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। এসময় তারা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ সিলেটে সফররত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি মো. আতিক হোসেন, সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক গ্রুপের আহবায়ক ও সিলেট চেম্বারের সিনিয়র সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক গ্রুপের সদস্য সচিব আব্দুল আহাদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক  সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কয়লা আমাদানীকারক গ্রুপের সাবেক সভাপতি মো. এমদাদ হোসাইন, চেম্বারের সাবেক সভাপতি ও বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের সাবেক ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কয়েল ট্রেডার্সের সহ-সভাপতি মশিউর রহমান হাফিজ, কয়লা আমাদানীকারক গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক আরিফ হোসাইন, সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক গ্রুপের আহবায়ক কমিটির সদস্য ফখর উদ্দিন, কয়েস আহমদ ও মো. অহিদ মিয়া, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সহ-সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য হারুনুর রশিদ সহ সিলেটের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সিলেটে সফররত ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, এফবিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক ডিরেক্টর খন্দকার রুহুল আমিন, মো. নিয়াজ আলী চিশতি, আবু মোতালেব, মো. শফিকুল ইসলাম ভরসা, কামাল উদ্দিন আহমদ ও মো. আলী জামান, জিপি মেম্বার হাফিজ কাজী হারুনুর রশিদ, এম এ সাত্তার খান, মো. কেফায়াত উল্ল্যাহ, মোহাম্মদ খোরশেদ আলম, দেওয়ান নাসিরুল হক, মো. আলমগীর হোসাইন, আব্দুল ওয়াহিদ, মো. জহিরুল ইসলাম শিমু, অভি চৌধুরী ও মো. লুৎফুর রহমান তালুকদার।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ দেশের ব্যবসা-বানিজ্যের  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। এছাড়া দেশের দেশের শিল্প ও ব্যবসায়ীক পরিবেশকে টেকসই ও আধুনিক করতে এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।