জেলা প্রতিনিধি :
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি নেতা এডভোকেট মাওলানা রশিদ আহমদ (ইন্না-লিল্লাহ ওয়াৃ.রাজিউন)। রশিদ আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসাইনের বড় ছেলে।
সোমবার সকাল ১১ টা ১০ মিনিটের দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
মাওঃ রশিদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ছিলেন।
বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা রশিদ আহমদ এর মৃত্যুর খবরে গোলাপগঞ্জ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর