January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 8:22 pm

সিলেটে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটে দেশীয় উৎস হতে গ্যাস উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি শনিবার সকালে জৈন্তাপুর উপজেলার হরিপুরস্থ সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয়ে (সিলেট) স্বাস্থ্য বিধি মেনে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রো বাংলা’র চেয়ারম্যান নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
মতবিনিময় সভায় সিলেট গ্যাস ফিল্ডস লিঃ ও বাপেক্স এর মহা ব্যবস্থাপকবৃন্দসহ পেট্রোবাংলা এর সাথে সংশিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।