August 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 4th, 2025, 6:17 pm

সিলেটে জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ এর উদ্ভোধন

সিলেট অফিস :

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাই বিপ্লবে আমাদের তরুণরা যেভাবে ভয় না পেয়ে রাজপথে নেমেছিল, তা ইতিহাসে বিরল। তাদের অদম্য সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪ এর জুলাইয়ে আমরা প্রমাণ করেছি ঐক্যবদ্ধ থাকলে ভয়ের প্রাচীর ভেঙ্গে মুক্তি লাভ করা যায়। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের বাংলাদেশ গড়ে তোলার চেতনা। এ চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। যে নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য আমাদের তরুণরা বিপ্লব ঘটিয়েছে, সে কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে।

রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও জেলা পরিষদ সিলেট কতৃক নগরীতে নির্মিত ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ পরিদর্শনের পূর্বে নগরীর জালালাবাদ পার্কের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা প্রিয়া এবং ফখরুল হাসান। পরে অতিথিবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের সম্মুথ ভাগের চত্ত্বর হতে নাগরি চত্ত্বর, সার্কিট হাউসের সম্মুখ ভাগ এবং ক্বীন ব্রিজের উপর বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ পরিদর্শন করেন।

এরপর বিকেল ৫টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে ‘গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে শুরু হওয়া সিলেট সিটি কর্পোরেশনের সম্মুথ ভাগের চত্ত্বর হতে নাগরি চত্ত্বর, সার্কিট হাউসের সম্মুখ ভাগ এবং ক্বীন ব্রিজের উপর ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ প্রদর্শনী এবং গতকাল রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে উদ্বোধন হওয়া ‘গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলবে ৫ আগস্ট পর্যন্ত।