জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের বাবনা পয়েন্ট থেকে কামালবাজার পর্যন্ত টেকসই সড়ক নির্মাণের দাবিতে সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে এই মতবিনিময় সভার আয়োজন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল।
সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ বলেন, কামালবাজার ইউনিয়নে দেশের অন্যতম বৃহত্তম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং শহর থেকে প্রায় হাজারখানেক ছাত্র-ছাত্রী সেখানে নিয়মিত যাতায়াত করে। রয়েছে আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ প্রতিনিয়ত এই সড়কপথের যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এমন বাস্তবতায় বক্তারা বাবনা পয়েন্ট থেকে কামালবাজার পর্যন্ত সড়ক দ্রুততম সময়ে টেকসই সড়ক নির্মাণের দাবি জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ছামিয়া চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিজনেরা।
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল