December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 4th, 2024, 8:05 pm

সিলেটে ট্রফি উন্মোচনে অভিনবত্বে  নজর কাড়ল বিসিবি

এস এ শফি, সিলেট প্রতিনিধি:
কাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের আগে আজ ছিল দুই দলের ট্রফি উন্মোচনের আয়োজন। ট্রফি উন্মোচনে বিসিবির নতুনত্ব নজর কেড়েছে সবার।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় মালনীছড়া চা বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।
সিলেটের চা শ্রমিকদের ট্রেডিশনাল পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন আগে চা শ্রমিকের বেশে প্রতিকী পাতা উত্তোলন করে জ্যোতি ও গ্যাবি।
৩ ম্যাচ সিরিজের প্রথমটি হবে ৫ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষটি হবে ৯ ডিসেম্বর। প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর তৃতীয় ম্যাচ সকাল ১০টায় শুরু হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৫ রান করে আইরিশরা। ওই রান তাড়ায় নেমে ৩৭ ওভার ৩ বল খেলেই জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার কোন দলকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে তারা।
তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। ১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথম দুই টি-টুয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
অতিরিক্ত: দিশা বিশ্বাস, শামিম সুলতানা, শারমিন সুলতানা।