সিলেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলার পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইফতেখার হোসেন সুমন (৪৫) দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁও গ্রামের কটু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটুয়ারী জানান, রাত সাড়ে ৮টার দিকে সুমন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ওসি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
ছাত্রনেতা নাদিমুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার
উত্তরা ইপিজেডে টানা আন্দোলনের পর সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৮
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা