January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 4:29 pm

সিলেটে ডিসি অফিসে পার্কিং শেডের উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে পার্কিং শেডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের পার্কিং সেডের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারীরা।
উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টর মসজিদের পেশ ইমাম শাহ আলম।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আমার অফিসে সেবা নিতে আসা মানুষ ও পাশাপাশি আমার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মোটরসাইকেল ও যানবাহন নিরাপত্তার জন্য আজকে আমি পার্কিং শেডের উদ্বোধন করেছি।
তিনি আরো বলেন, পার্কিং শেডের পাশাপাশি মানুষদের জন্য বসার জায়গা করা হয়েছে।