January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 8:56 pm

সিলেটে তামিমদের প্রস্তুতি ক্যাম্প

অনলাইন ডেস্ক :

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আগেই। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে তাই আর পাওয়ার তেমন কিছু নেই বাংলাদেশের। তবু সুপার লিগের শেষ সিরিজকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের প্রস্তুতির জন্য সিলেটে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে তিন ম্যাচের সিরিজ। সেখানকার উইকেট-কন্ডিশনের কথা চিন্তা করে সিলেটে হবে প্রস্তুতি ক্যাম্পটি। ক্যাম্প শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে ঈদের পর ২-৩ দিনের ওই ক্যাম্প হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। বিসিবিতে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ব্যাখ্যা করেন ছোট্ট ক্যাম্পের জন্য সিলেটকে বেছে নেওয়ার কারণ। “খুব সম্ভবত ২৬-২৭ (এপ্রিল) তারিখের দিকে ক্যাম্প হবে। ইংল্যান্ডের উদ্দেশে দল দেশ ছাড়বে ১ (মে) তারিখে। উইকেট-কন্ডিশনের কথা চিন্তা করে সিলেটে ঠিক করা হয়েছে। ওখানের উইকেটটা বিশেষ করে।” “প্রধান কোচই এটা ঠিক করেছেন যে, সিলেট হলে ভালো। ঢাকা থেকে বাইরে দূরের কোনো ভেন্যুতে ক্যাম্প করার চিন্তাভাবনা ছিল তার। সেক্ষেত্রে সিলেট ভেন্যুকে সবচেয়ে ভালো মনে করা হয়েছে।” দলের বাকিরা সিলেটের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিলেও আইপিএলের কারণে থাকবেন না লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। দুজনকে কবে থেকে পাওয়া যাবে, সেটিও জানালেন বিসিবির এই পরিচালক। “লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। দল ওখানে পৌঁছাবে ২ তারিখে। তবে লিটন দলের সঙ্গে যোগ দেবে ৫ তারিখে। আমরা এতে রাজি হয়েছি। মুস্তাফিজ সেখানে সময় মতোই (২ মে) দলের সঙ্গে যোগ দেবে।” তিন ম্যাচের সিরিজ শুরু হবে মে মাসের ৯ তারিখ। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের চাওয়ায় প্রায় ১ সপ্তাহ আগেই সেখানে যাওয়া হচ্ছে বলে জানালেন জালাল। “ওখানে (ইংল্যান্ড) পৌঁছানোর পর অনুশীলন আছে, ৫ তারিখে একটা প্রস্তুতি ম্যাচ আছে। ওরা (আয়ারল্যান্ড) চেয়েছিল, আরও কিছুদিন কমাতে। কিন্তু আমরা চেয়েছি, সিরিজ শুরুর আগে কয়েকদিন অনুশীলন করতে। এটাও প্রধান কোচ চেয়েছিল যে, কিছু দিন বাড়ানো যায় কি না। সেজন্যই আমরা কিছু দিন যোগ করেছি।” গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ থেকে জাতীয় দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে নেই খালেদ মাহমুদ। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, বিদেশ সফরে আবার পাঠানো হবে তাকে। তবে জালাল জানিয়েছেন, এই সফরেও থাকছেন না খালেদ মাহমুদ। ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ আগামী ৯, ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে।