January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 26th, 2023, 7:16 pm

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুর রশিদ চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী (১৬)। এছাড়া, এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক গুরুতরভাবে আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

তিনি জানান, তাদের বহনকারী অটোরিকশাটি শহরের দিকে আসছিল এবং ট্রাকটি আসছিল এর বিপরীত দিক থেকে। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্ত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে আসলে ট্রাক, অটোরিকশা ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়।

ওসি বলেন, দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে তারা জানান। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

—-ইউএনবি