নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো একটি গ্যাসকূপ সংস্কার করতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এসজিএফএলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কূপ থেকে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসজিএফএল সূত্রে জানা গেছে, হরিপুরে অবস্থিত পুরোনো ৭ নম্বর কূপটি ১৪ অক্টোবর সংস্কার করতে গিয়ে ২ হাজার ১০ মিটার গভীরতায় ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে আজ মঙ্গলবার একই কূপের আরেকটি স্তরে ১ হাজার ২০০ মিটার গভীরতায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, পরীক্ষার বিষয়টি শেষ হলেই জানা যাবে, কী পরিমাণ গ্যাস সেখানে মজুত রয়েছে। গ্যাস পরীক্ষা করতে আরও সপ্তাহখানেক লাগবে। তবে ধারণা করা হচ্ছে, এ কূপ থেকে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন